Logo
Logo
×

রাজধানী

ডেমরায় ডিবি পরিচয়ে সাড়ে ৩৬ লাখ ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ পিএম

ডেমরায় ডিবি পরিচয়ে সাড়ে ৩৬ লাখ ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

ফাইল ছবি

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার বিকালে র‌্যাব সদস্যদের সহায়তায় যাত্রাবাড়ীর শনির আখড়া ব্রিজ থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। 

ডেমরার সুলতানা কামাল সেতুতে গত ৮ অক্টোবর বিকালে কয়েকজন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ওই ডাকাতির ঘটনা ঘটায়। 

গ্রেফতারকৃতরা হলেন- যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী-শনির আখরা এলাকার কামাল (৩৭) ও কদতলী-শনির আখরা এলাকার মো. রাসেল মাতুব্বর (৩৮)। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় তারা সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিলেন। 

ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ছিনতাই ও ডাকাতি করাই গ্রেফতারদের পেশা। কামাল ও রাসেলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানাসহ দেশের বিভিন্ন জেলা পর্যায়ের থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে লুট করা টাকা ও ডাকাত দলের অন্য সদস্যদের সম্পর্কে জানা যাবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম