গুলশানের বাসায় র্যাব ডিজির স্ত্রীর মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৯:২৮ পিএম
প্রতীকী ছবি
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশীদ বেবির মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে গুলশানের বাসায় তার মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে এ মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাসুম সোমবার রাত সাড়ে ৮টায় যুগান্তরকে বলেন, আমরা গুলশানের বাসাটিতে আছি। এটি একটি স্বাভাবিক মৃত্যু।
পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, খুরশীদ হোসেন ও দিলরুবা খুরশীদ দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত এবং ছোট ছেলে কম্পিউটার সায়েন্সে বিএসসি সম্পন্ন করেছেন।
এম খুরশীদ হোসেন ১২তম বিসিএসের (পুলিশ) মাধ্যমে পুলিশে যোগ দেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন। খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীর সদর ইউনিয়নের বরাশুর গ্রামে।