Logo
Logo
×

রাজধানী

পদত্যাগ করলেন আইডিয়ালের অধ্যক্ষ, বিতর্কিত সবার পদত্যাগ দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১১:০৩ এএম

পদত্যাগ করলেন আইডিয়ালের অধ্যক্ষ, বিতর্কিত সবার পদত্যাগ দাবি

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইনসেটে ফাওজিয়া শাহেদী

এক ছাত্রীর বাবার করা ধর্ষণের মামলায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী পদত্যাগ করেছেন। শনিবার (৭ অক্টোবর) পরিচালনা কমিটির সভায় ফাওজিয়া রাশেদীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য শাহাদাৎ ঢালী তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী পদত্যাগ করেছেন।

শাহাদাৎ ঢালী জানান, আগামী ৩০ অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু অল্প কিছু দিন আগেই তিনি পদত্যাগ করলেন। তার স্থলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান।

এদিকে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর দুর্নীতির তদন্তের দাবি করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম। রোববার রাতে বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় সংগঠনটি।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের চেয়ারম্যান ফাহিমউদ্দিন আহমদে ও সাধারণ সম্পাদক রোস্তম আলী রোববার এক বিবৃতিতে বিতর্কিত বর্তমান গভর্নিং বডির সবার পদত্যাগ দাবি করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম