বিমানবন্দরে যাত্রীর পাকস্থলিতে মিলল ৩৫০০ ইয়াবা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলি থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়েছে। তার নাম জাহিদ হোসেন (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফের মো. আব্দুল গফুরের ছেলে। রোববার সন্ধ্যায় কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় অবতরণের পর তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, জিজ্ঞাসাবাদে পাকস্থলিতে ইয়াবা বহনের কথা তিনি স্বীকার করেন। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকের তত্ত্বাবধানে জাহিদের পেট থেকে মোট ৭২টি ইয়াবা প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৩৫১৮ পিস ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জাহিদ জানান, প্রতি ১০০০ পিস ইয়াবা বহনের জন্য তিনি ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। এই চালান পৌঁছে দিতে পারলে তিনি প্রায় ৪০ হাজার টাকা পেতেন। ২৬ মে জাহিদ বিমানবন্দরের সামনে থেকে ইয়াবাসহ গ্রেফতার হন। সেই মামলায় ১০ দিন আগে জামিন পেয়ে তিনি আবারো একই কাজ শুরু করেন।