‘বিএনপি খাল কেটে কুমির আনার চেষ্টা করছে’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫ পিএম
![‘বিএনপি খাল কেটে কুমির আনার চেষ্টা করছে’](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/09/29/image-723302-1696009546.jpg)
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আবার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তারাই আবার বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি থামাতে আজ্ঞাবহ গোষ্ঠীকে আন্দোলনে নামিয়েছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে ভয় দেখাচ্ছে। এভাবে বিএনপি ও তার কতিপয় মিত্ররা খুবই আনন্দিত হচ্ছে। তারা খাল কেটে কুমির আনার চেষ্টা করছে, যে কুমির তাদেরকেই পাকড়াও করবে। কারণ ইতিহাস আমাদের তাই শিক্ষা দেয়।
বীর মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মো. হুমায়ুন কবির বলেন, অতীতে মীরজাফর মসনদে বসার জন্য ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। ইতিহাস সাক্ষী তারা কখনো সফল হয়নি ভবিষ্যতেও হবে না। স্বাধীনতা বিরোধী রাজাকার গোষ্ঠী বারবার শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছে কিন্তু আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বের দরবারে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে শেখ হাসিনা সরকার সামনের দিকে এগিয়ে যাবেন।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কমিশনার ও সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য মো. জাই-দুল ইসলাম মোল্লা, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুম, শাহিনুর করিম বাবু, প্রচার সম্পাদক অনি সামদানী চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুর রউফ আনসারী, আইন সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আব্দুল লতিফ, সদস্য মো. সালাউদ্দিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহানগর দক্ষিণের সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন সরকার, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মিলন, তাজুল ইসলাম, ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক জাকির হুসেনসহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।