Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্ক

শুরু হচ্ছে ৩ দিনের হুরাইন ফেব্রিক উইক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

শুরু হচ্ছে ৩ দিনের হুরাইন ফেব্রিক উইক

শুরু হচ্ছে তিন দিনব্যাপী হুরাইন উইক-২০২৩। ইউরোপসহ বিভিন্ন দেশের শরৎ ও শীতকালীন পোশাক তৈরির জন্য বিশ্বমানের ফেব্রিক এখানে প্রদর্শন করা হবে। 

মঙ্গলবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিমংল যমুনা ফিউচার পার্কে (লেভেল ৭, এন্ট্রি ৩) শুরু হওয়া প্রদর্শনী ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ হবে। 

এই আয়োজন উদ্বোধন করবেন যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন এইচটিএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। রোববার হুরাইন কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।

হুরাইন এইচটিএফ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আব্দুল হাকিম যুগান্তরকে বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশের বায়ারদের জন্য হুরাইনের পক্ষ থেকে শরৎ ও শীতকালীন পোশাক তৈরির জন্য বিশ্বমানের ফেব্রিক এখানে প্রদর্শন করা হবে। বিভিন্ন গার্মেন্টের প্রধান বিপণন কর্মকর্তা ও আবায়িং হাউজগুলোকে হুরাইনের ফেব্রিক সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই আয়োজন করা হচ্ছে। 

অনেক বায়িং হাউজ ক্রেতাদের কাছ থেকে অর্ডার এনে তৈরি পোশাক রপ্তানি করে। এ ক্ষেত্রে তারা যে ফেব্রিক বিদেশ থেকে আমদানি করছে তার চেয়ে ভালো মানের ফেব্রিক হুরাইন বানাতে সক্ষম। প্রদর্শনীতে সে বিষয়টি তাদের কাছে তুলে ধরা হবে। 

তিনি জানান, এবারের আয়োজন ২০২৪ সালের শরৎ ও শীতকাল মাথায় রেখে করা হয়েছে। ফেব্রিকে কী কী নতুনত্ব এনেছি, কী রং তুলে ধরছি, কাপড়ে কী নতুন উপকরণ এনেছি, এগুলো বায়ারদের মাঝে তুলে ধরা হবে। 
তিনি আরও বলেন, দেশসহ বিদেশে অল্প সময়ের মধ্যে হুরাইন এইচটিএফ ফেব্রিকের জগতে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। হুরাইনের নিজস্ব উদ্ভাবিত ফেব্রিক বিদেশি ক্রেতাদের নজর কেড়েছে। ইতোমধ্যে আমরা দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। 

এ ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে আমরা উন্নয়ন ও গবেষণা খাতে বিপুল বিনিয়োগ করেছি। আমরা বিশ্বদরবারে ফেব্রিক নিয়ে বাংলাদেশকে তুলে ধরছি। 

হুরাইন কর্তৃপক্ষ জানায়, আগামী ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর তিন দিন এই প্রদর্শনী চলবে। সেখানে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা আসতে পারবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম