Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে শো-রুমে তরুণীকে হয়রানি, মালিক আটক

Icon

মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ এএম

মোহাম্মদপুরে শো-রুমে তরুণীকে হয়রানি, মালিক আটক

রাজধানীর মোহাম্মদপুরে কাপড়ের একটি শো-রুমে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাত ১০ টায় দোকান মালিককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

ভূক্তভোগীর অভিযোগ করে বলেন, আমি মোহাম্মদপুরের কেন্দ্রীয় কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি। পাশাপাশি, কয়েকদিন আগে তাজমহল রোডের 'গোল এক্সপোর্ট' নামে একটি কাপড়ের শো-রুমে চাকরি নিয়েছি। চাকরি শুরুর পর থেকে দোকানের মালিক শহীদুল ইসলাম আমাকে নানান সময় বিভিন্নভাবে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করতো। আজকে (শনিবার) সন্ধ্যায় দোকানের মালিক প্রথমে দোকানের ভেতর ক্যাশের পাশে খালি জায়গায় শুয়ে প্রথমে চোখে ড্রপ দেওয়ার কথা বলে। তখন চোখে ড্রপ দেওয়ার পর হাত মালিশ করে দেওয়ার কথা বলে আমাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। আমি দোকান থেকে দ্রুত বের হয়ে আশেপাশে বাসিন্দাদের জানালে তখন বিষয়টি নিয়ে কয়েকজন প্রতিবাদ করতে আসে। এ সময় দোকানের মালিক একটি ছুরি নিয়ে তাদের ওপর হামলা করার চেষ্টা করে। তখন আমার বন্ধুবান্ধবদের বিষয়টি জানালে তারা দ্রুত দোকানে ছুটে এসে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে দোকান মালিককে আটক করে থানায় নিয়ে আসে। 

স্থানীয়রা জানান, এ ঘটনায় আমরা আশপাশ থেকে এসে দোকান মালিকের সঙ্গে কথা বলতে আসি। এসময় দোকান মালিক আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। পরে আমরা জাতীয় জরুরী সেবায় ফোন দিয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আটক করে। 

এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম, এই ঘটনায় ভূক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছে। আমরা আসামিকে আটক করে থানায় নিয়ে এসেছি। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম