Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কে বার্বি ফেস্টের সমাপ্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পিএম

যমুনা ফিউচার পার্কে বার্বি ফেস্টের সমাপ্তি

বেইলি ড্যান্স পারফরমেন্স, কসপ্লে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, হিপ হপ, সেরা বার্বি প্রতিযোগিতা, মার্চেন্ডাইজ স্টল, বি-বয় ড্যান্স পারফরমেন্স, কেপপ, বার্বি অ্যান্ড কেইন অ্যাওয়ার্ডসহ নানা আয়োজনে শেষ হলো বার্বি ফেস্ট ও মিউজিক্যাল শো।

শুক্রবার দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে শুরু হয় দুদিনব্যাপী এ আয়োজন। শনিবার ফিউচার পার্কের লেভেল ৫-এর ইস্ট কোর্টের ইভেন্ট স্টেশনে এ আয়োজনের শেষ দিনেও ছিল তারুণ্যের উচ্ছ্বাস।

বার্বি ফেস্টে এদিন তরুণীরা এসেছিলেন বার্বির মতো চুল, বার্বি টি-শার্ট পরে। সেজেছিলেন বার্বির মতোই। এসেছিলেন তরুণরাও। তারা নাচে গানে উন্মাতাল সন্ধ্যা কাটিয়েছেন।
বিকালে শুরু হওয়া এই আয়োজন চলে রাত পর্যন্ত। নানা ধরনের মিউজিকের তালে তালে বার্বির সাজে নেচেগেয়ে আনন্দ প্রকাশ করেন আগতরা।  

রাজধানীর গুলশান থেকে আসা সনিকা বলেন, বার্বি সিনেমার কারণে বার্বি একটা জনপ্রিয় বিষয় সবার কাছে। বার্বি ফেস্টে এসে বন্ধুদের সঙ্গে মজার একটা সময় কাটাতে পেরেছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম