Logo
Logo
×

রাজধানী

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম খোরশেদ আলী (৯০)। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১০ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পথচারী টিপু সুলতান জানান, সকালে তিনি খিলগাঁও রেলগেটের পাশ দিয়ে যাচ্ছিলেন। মানুষের জটলা দেখে এগিয়ে যান তিনি। দেখতে পান ওই বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহতের স্ত্রী রাবেয়া খাতুন জানান, তারা স্বামী-স্ত্রী খিলগাঁও রেলগেট এলাকার ফুটপাতে থাকেন। খোরশেদ আলী ভিক্ষাবৃত্তি করতেন। শুক্রবার সকালে রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। 

নিহতের বাড়ি নেত্রকোনার পূর্বধলায়। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম