Logo
Logo
×

রাজধানী

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

Icon

বিমানবন্দর থানা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১০:৩২ পিএম

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। গ্রেফতার মো. নুরুল আলম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সামসুল হকের ছেলে। তিনি বৈদেশিক মুদ্রা পাচারকারী সংঘবদ্ধ চক্রের সদস্য।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা যোবায়ের খান বুধবার জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৈদেশিক মুদ্রা পাচারের একটি খবর আসে। তখন ওই চালানটি আটকের জন্য বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। একপর্যায়ে কর্মকর্তারা দুবাইগামী ফ্লাইটে বৈদেশিক মুদ্রা পাচারের উদ্দেশ্যে কানেকটিং ফ্লাইটের যাত্রী মো. নুরুল আলমের চলাচল ও গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। অভ্যন্তরীণ টার্মিনাল ১নং বোডিং ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়, যা সব মিলিয়ে বাংলাদেশি ৫৮ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকার মূল্যমানের মুদ্রা ছিল। 

এ ঘটনায় মো. নুরুল আলমকে আটকের পর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম