Logo
Logo
×

রাজধানী

চাকরিতে কোটা ফেরত চান মুক্তিযোদ্ধার সন্তানরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১০:৩৭ পিএম

চাকরিতে কোটা ফেরত চান মুক্তিযোদ্ধার সন্তানরা

দেশে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। তারা বলেছেন, ষড়যন্ত্র করে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সুযোগ-সুবিধা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধীরা দেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অধিকার ছিনিয়ে নিতে উঠেপড়ে লেগেছে। এ অবস্থায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। 

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ও সংগঠনের জেলা কনভেনশনে মুক্তিযোদ্ধার সন্তানরা এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এবং একুশে পদকজয়ী ড. মনোরঞ্জন ঘোষাল।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ১৯৭১ সালে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এ দেশ কারও দয়ায় আমরা পাইনি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। 

বিএসএমএমইউর উপাচার্য বলেন, দেশবিরোধী কোনো শক্তিকে দেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আর কোনো রাজাকারের গাড়িতে আমরা জাতীয় পতাকা দেখতে চাই না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম