হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৬:২৭ পিএম
ফাইল ছবি
রাজধানীতে এক মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেলের আরোহী প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. জাবের হোসেন (৪৫)।
শুক্রবার বিকালে মেয়র হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত জাবেরকে মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান ইমরান হোসেন নামের এক যুবকসহ কয়েকজন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে ইমরান জানান, মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন জাবের হোসেন। তার পেছনের মোটরসাইকেলে ইমরানও যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেল জাবেরের গাড়িকে ওভারটেক করার সময় ধাক্কা দিলে দুটোই পড়ে যায়। এতে জাবের গুরুতর আহত হন। অপর মোটরসাইকেলের চালক সামান্য আহত হন। তবে তিনি ঘটনার পর তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
কামরাঙ্গীচর আশ্রাফাবাদ পূর্ব রসুলপুরের সাঈদ হোসেন ও নাজমা খাতুনের ছেলে জাবের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
জাবেরের ভাই জাহিদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে এসেছেন। জাবের লোহার ব্যবসা করতেন। ব্যবসার কাজেই তিনি বের হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসায় ফিরছিলেন জাবের।