Logo
Logo
×

রাজধানী

একদফা দাবি

সাত কলেজের শিক্ষার্থীদের গণঅনশনের হুঁশিয়ারি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১০:১৫ পিএম

সাত কলেজের শিক্ষার্থীদের গণঅনশনের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে গণঅনশনের হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে তারা গণঅনশন কর্মসূচি দেবেন বলে উল্লেখ করেন। 

রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এই আলটিমেটাম দেন। 

শিক্ষার্থীদের মুখপাত্র শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মোখলেসুর রহমান রবিন বলেন, আমাদের প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে ৮ থেকে ৯ মাস নেওয়া হয়। যা আমাদের শিক্ষাজীবনকে বিলম্বিত করছে। আমরা চাই ফলাফল প্রকাশে সময়সীমা তিন মাসে নামিয়ে আনা হোক। 

তিনি আরও বলেন, আমরা পরবর্তী বর্ষের প্রস্তুতির জন্য ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিয়ে থাকি। তাই সামান্য সিজিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সব বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই নির্ধারিত সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই। 

পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকাল ১০টার মধ্যে যদি তাদের দাবি পূরণের আশ্বাস না পাওয়া যায় তাহলে পুনরায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅনশন করতে তারা বাধ্য হবে। এ সময় সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এর আগে, গত বুধবার একই দাবিতে নীলক্ষেত মোড়ে আন্দোলনের জন্য জড়ো হন শিক্ষার্থীরা। সে সময় তারা দাবি না মানলে রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅনশনের কর্মসূচির ঘোষণা দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম