Logo
Logo
×

রাজধানী

পুরান ঢাকায় ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১০:৪৪ পিএম

পুরান ঢাকায় ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

পুরান ঢাকায় ভবনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম বাদশা ফাহাদ। সে একটি চায়ের দোকানের কর্মচারী। বংশালের হোসেনি দালান এলাকায় রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। 

ফাহাদের চাচা জহিরুল ইসলাম বলেন, ফাহাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ইউসুফের চায়ের দোকানে এক সপ্তাহ আগে চাকরি নেয়। এর আগে সে এই এলাকার আরেকটি চায়ের দোকানে কাজ করত।

রাতে দোকানের ডিউটি শেষে সে ইউসুফের বাসায় যায় খাবার খেতে। পরে ওই বাসা থেকে স্যুপ খাওয়ার কথা বলে বের হয়। এরপর ফাহাদ আগে যে বাসায় ভাড়া থাকত সেই বাসার ছাদে যায়। সেখান থেকে সে নিচে পড়ে যায়।

ভবন থেকে নিচে পড়ার সময় রাস্তায় ঝুলন্ত বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফাহাদ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাউরকোট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম