যাত্রাবাড়ীতে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১০:৪৯ পিএম
![যাত্রাবাড়ীতে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/08/11/image-705926-1691772594.jpg)
রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার আব্দুল মজিদ ও কালু মিয়ার কাছ থেকে জব্দ করা হয়েছে ১০০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যান।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিচ উদ্দীন জানান, কয়েকজন লোক গাঁজা বিক্রির উদ্দেশ্যে শনিরআখড়ার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কাভার্ডভ্যানসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান নিয়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারিরা। তাদের পিছু নিয়ে গোয়েন্দা দল কাভার্ডভ্যানসহ মজিদ ও কালুকে গ্রেফতার করে। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মজিদ ও কালু জানান, তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে এসেছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।