Logo
Logo
×

রাজধানী

কর্মসূচি দিলেও মাজার রোডে দেখা নেই গণতন্ত্র মঞ্চের

Icon

যুগান্তর রিপোর্ট ও মিরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১২:০৭ পিএম

কর্মসূচি দিলেও মাজার রোডে দেখা নেই গণতন্ত্র মঞ্চের

একদফা দাবিতে রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় গণতন্ত্র মঞ্চের অবস্থান করার কথা ছিল। কিন্তু সকাল থেকে সোয়া ১১ পর্যন্ত কোনো নেতাকর্মীর দেখা মেলেনি।

কিন্তু গাবতলী মাজার রোড দখল করে রেখেছে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন অঙ্গ গঠনের নেতাকর্মীরা। নেতাদের মোটরসাইকেলে স্ট্যাম্প ও লাঠিসোটা হাতে মহড়া দিতে দেখা যায়। সকাল সাড়ে ১১টায় স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মোবাশ্বেরের  নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে সন্দেহভাজনদের কয়েক দফা তল্লাশি ও আটক করতে দেখা গেছে।

পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা যুগান্তরকে বলেন, সকাল থেকে কোনো নেতাকর্মীর দেখা আমরা পাইনি। এখানে কোনো জমায়েত করতে দেওয়া হবে না।

সরেজমিন দেখা যায়, যান চলাচল স্বাভাবিক ছিল। তবে সাধারণ মানুষের মধ্যে চাপা উত্তেজনা ও ভীতি বিরাজ করছে। 

দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার যুগান্তরকে বলেন, এখানে সমাবেশ করার কোনো অনুমতি নেই। ডিএমপি থেকে নিষেধাজ্ঞা আছে, তাই দায়িত্ব পালন করছি। যাদের সন্দেহ হচ্ছে তাদের মোবাইল চেক করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম