শতকোটি টাকার জমি উদ্ধার করে রমনা ভূমি অফিস উদ্বোধন
পুরান ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১০:২৮ পিএম
রাজধানীর পল্টনে বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে ২৯ তোপখানা রোডে অবস্থিত শতকোটি টাকা মূল্যের প্রায় ২০ কাঠা খাস জমি উদ্ধার করে রমনা রাজস্ব সার্কেল ভূমি অফিস ও ঢাকা কালেক্টরেট ক্লাব স্থাপন করা হয়েছে।
শুক্রবার বিকালে শত বছর ধরে বেদখলে থাকা সরকারি এ জমিতে ঢাকা জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এই অফিস উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ঢাকার উপপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম। রেভিনিউ ডেপুটি কালেক্টর মামনুন আহমেদ অনীক, সহকারী কমিশনার (ভূমি), রমনা রাজস্ব সার্কেল, মুহাম্মদ মামুনুল হক ও জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক মমিনুর রহমান জানান, সমাজের একটি গোষ্ঠীর লক্ষ্যই থাকে সরকারের সম্পদ বেআইনিভাবে দখল করে অবৈধ উপার্জন করা। ঢাকা জেলা প্রশাসন প্রতিনিয়ত খাসজমি, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি উদ্ধার করছে। এগুলো উদ্ধারের পাশাপাশি যথোপযুক্ত ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হচ্ছে, যাতে করে পুনরায় বেহাত হওয়ার সম্ভাবনা না থাকে।