Logo
Logo
×

রাজধানী

শাহবাগে আন্দোলনরত শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর লাঠিচার্জের অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৫:৫৯ পিএম

শাহবাগে আন্দোলনরত শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর লাঠিচার্জের অভিযোগ

ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত ট্রেইনি (শিক্ষানবিশ) চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। 

রোববার দুপুরে বিএসএমএমইউ থেকে শাহবাগ মোড়ে অবস্থান করতে গেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ। এতে কয়েকজন চিকিৎসক আহতও হয়েছেন বলে দাবি তার।

হাবিবুর রহমান সোহাগ সাংবাদিকদের বলেন, আমরা যখন শান্তিপূর্ণ আন্দোলনের জন্য শাহবাগ মোড়ে অবস্থান করতে যাই, তখন আমাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে আমাদের বেশ কয়েকজন চিকিৎসক আহত হয়েছেন। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

আন্দোলনরতরা এখন শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডে অবস্থান নিয়েছেন জানিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।ৎ

জানা গেছে, মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন ট্রেইনি চিকিৎসকরা। এতে প্রায় ৭ ঘণ্টা বন্ধ ছিল শাহবাগ-সায়েন্সল্যাবমুখী রাস্তা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম