খবর দিলে ১৫ মিনিটে মশার লার্ভা নিধন: মেয়র তাপস
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৮:৪১ পিএম
এডিস মশা ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস বলেন, ঢাকাবাসীকে অনুরোধ করব- আপনাদের নজরে যদি পড়ে কোথাও পানি জমে আছে অথবা এডিস মশার লার্ভা থাকতে পারে বলে মনে হয়, তাহলে আমাদের কাছে সঙ্গে সঙ্গে তথ্য দিন। আমাদের জনবল প্রত্যেকটা ওয়ার্ডেই নিয়োজিত আছে। আপনারা তথ্য দিলে তারা দ্রুত ১৫ মিনিটের মধ্যে সেই জায়গায় গিয়ে লার্ভিসাইড, এডাল্টিসাইড করতে পারবে, যথাযথ ব্যবস্থা নিতে পারবে।
বুধবার খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাপস এ কথা বলেন। এ সময় ডেঙ্গির প্রাদুর্ভাব বাড়তে থাকায় এডিস মশা নিধনে করপোরেশনের উদ্যোগ নিয়ে মেয়রকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
এডিস মশার বিস্তৃতি রোধে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের সব ধরনের প্রস্তুতি, সক্ষমতা এবং পরিকল্পনা আছে। যেখানে মশার লার্ভা জমে আছে বলে খবর পাওয়া যাচ্ছে, সেখানে জরিমানা করা হচ্ছে বলে জানান মেয়র তাপস।
মেয়র বলেন, আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে। আমরা সরকার থেকে হাকিম পেয়েছি। তারা অভিযান চালিয়ে যাবে। আমরা ব্যাপক জায়গায় লার্ভা পাচ্ছি, জরিমানা করছি। এ অভিযান চলমান রাখব, যাতে জনগণ, দায়িত্বশীল মহল, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন আবাসন (কোম্পানি ও সরকারি আবাসন সংস্থা) তারা যেন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে।
এবার বর্ষা মৌসুম শুরুর আগেই দেশে ডেঙ্গির প্রাদুর্ভাব বাড়ছে। এ বছর সারা দেশে ৫ হাজার ২৩১ জন ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অর্ধেকের বেশি, ৩২০৯ জনই আক্রান্ত হয়েছেন জুন মাসের প্রথম ১৯ দিনে। এ বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। তাদের মধ্যে ২৩ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুন মাসে।
বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা অন্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় এর ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।