Logo
Logo
×

রাজধানী

ফুটব্রিজে গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারবেন পথচারীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৫:২২ পিএম

ফুটব্রিজে গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারবেন পথচারীরা

রাজধানীর মেরুল বাড্ডায় হচ্ছে নৌকার আদলে ফুটব্রিজ ছবি: সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডায় নৌকার আদলে ফুটব্রিজ হচ্ছে। হাতিরঝিল লাগোয়া এ ফুটব্রিজের দুই প্রান্তে থাকছে চলন্ত সিঁড়ি। তিন কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ব্রিজে নানা ধরনের গাছ লাগানো হবে। এখানে গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারবেন পথচারীরা। হেঁটে যাওয়ার সময় চাইলে গাছের নিচে বেঞ্চে বসে একটু জিরিয়ে নিতে পারবেন। দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন শহরের দৃশ্য।

রাজধানীর প্রগতি সরণির মেরুল বাড্ডায় এ ফুটব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে বুধবার। এর নকশা করেছেন আরবিকো কনসালটেন্টস লিমিটেডের স্থপতি শারেক রউফ চৌধুরী এবং নূরে দীফা চৌধুরী। ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, আফতাবনগর, মেরুল বাড্ডা এবং আশপাশের এলাকার পথচারীদের জন্য এটি তৈরি করা হচ্ছে।

ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির মিলনায়তনে এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এটি একটি নান্দনিক ফুটওভারব্রিজ হবে। এটি যাতায়াত এবং মালামাল পরিবহণের প্রধান বাহন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে করা হবে। কেউ চাইলে ফুটওভারব্রিজে বসে বিশ্রাম নিতে পারবেন। আমরা সেখানে নানা ধরনের গাছ লাগানোর জায়গাও রেখেছি।

মেয়র বলেন, এই ফুটওভারব্রিজ নির্মাণের পর তার রক্ষণাবেক্ষণ করবে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এ বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এজন্য ফুটওভারব্রিজের নাম রাখা হয়েছে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ফুটওভারব্রিজ। শিগগিরই কাজ শুরু হবে, শেষ হবে ছয় মাসের মধ্যে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমেদ, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য এমএম শহীদুল হাসান, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম