Logo
Logo
×

রাজধানী

প্রবল বৃষ্টিতে মিরপুরে জলাবদ্ধতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৩:৩১ পিএম

প্রবল বৃষ্টিতে মিরপুরে জলাবদ্ধতা

প্রবল বৃষ্টিতে রাজধানীর মিরপুর এলাকায় জলাবদ্ধতা

প্রায় ৩০ মিনিটের প্রবল বৃষ্টিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও এর আশপাশের এলাকায় বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় বৃষ্টির পানি জমে থাকার পর মেট্রোরেলের পরিচ্ছন্নতাকর্মীরা এসে ড্রেন লাইন পরিষ্কার করে পানি অপসারণের ব্যবস্থা করেন।

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ বৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় এই বৃষ্টি। প্রবল এই বৃষ্টিতে পানি জমে যাওয়ায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা ও এর আশপাশে ভোগান্তির শিকার হন পথচারীরা। এ ছাড়া মিরপুর প্যারিস রোড, মিরপুর অরিজিনাল-১০ এ দীর্ঘ সময় পানি জমে থাকতে দেখা যায়।

পথচারীরা বলেন, সামান্য বৃষ্টিতেই মিরপুর ১০ এলাকায় দীর্ঘ সময় পানি জমে থাকে। ভারি বৃষ্টিতে প্রায় হাঁটু পানি জমে যায়।

স্থানীয়রা জানান, মিরপুর ১০ নম্বরে মেট্রোরেল স্টেশনসহ বাসস্ট্যান্ড ও বিভিন্ন মার্কেট থাকায় এই এলাকায় জনসমাগম বেশি। এ জন্য এই স্থানের বৃষ্টির পানি দ্রুত অপসরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে বিশেষ দৃষ্টি দেওয়া অনুরোধ জানান তারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম