ছবি: সংগৃহীত
উত্তরার বাউনিয়ায় ৩২ কাঠা সরকারি জমি অবৈধ দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। অবৈধ দখলে থাকা সরকারের সব জমি উদ্ধারের অংশ হিসেবে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। প্রতি সপ্তাহে বিভিন্ন চক্রের অবৈধ দখলে থাকা খাস, পরিত্যক্ত, অর্পিত ভূমি উদ্ধার করা হচ্ছে। এছাড়া ঢাকার সব জলাশয়, ঝিল, বিল ও পুকুর রক্ষায় জেলা প্রশাসনের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক।
উদ্ধার করা এ জমির বর্তমান আনুমানিক বাজার মূল্য আট কোটি চল্লিশ লাখ টাকা। জমিটি এতদিন ধরে বিভিন্ন ব্যক্তির দখলে ছিল। সেখানে জমির তফসিল উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি), মিরপুর রাজস্ব সার্কেল, ঢাকার আওতাধীন বাউনিয়া মৌজার সরকারি ১নং খাস খতিয়ানের সিএস ও এসএ ৫২৯নং দাগ আরএস ২১২৭নং দাগ এবং ঢাকা মহানগর জরিপের ১৬০১৪ ও ১৬২২১নং দাগে ০.৫২০০ একর জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের দখলে নেওয়া হয়েছে।
ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, প্রতি সপ্তাহে বিভিন্ন চক্রের অবৈধ দখলে থাকা ৩-৪টি খাস, পরিত্যক্ত, অর্পিত ভূমি উদ্ধার করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে অবৈধ দখলে থাকা সরকারের সব জমি উদ্ধারে কাজ করছে।
জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকার সব জলাশয়, ঝিল, বিল ও পুকুর রক্ষায় জেলা প্রশাসনের কাজ অব্যাহত থাকবে। এত বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি উদ্ধারে জনবল সংকট থাকা সত্ত্বেও জেলা প্রশাসন গত ছয় মাসে কয়েক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাখী ছেপ ৬ জুন অভিযান পরিচালনা করে খাসজমিটি জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে নিয়েছেন।