Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৮:৫২ পিএম

রাজধানীতে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে গলায় লিচু আটকে অনিক হোসেন নামে দশ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর মা পারভিন আক্তার বলেন, আমার সন্তান প্রতিবন্ধী। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু কোনোভাবেই তাকে সুস্থ করতে পারিনি। আমি একটি বেসরকারি ক্লিনিকে আয়া পদে চাকরি করি। আমি সকালে কাজে বের হয়ে যাই; এরপর আমার মা মোবাইল ফোনে জানান- ফ্রিজ থেকে একটি লিচু পড়ে যায় এবং সেটি খোসাসহ অনিক গিলে ফেলেছে। তার গলায় আটকে গেছে। পরে আমি এসে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। 

তিনি আরও জানান, আমরা বর্তমানে হাজারীবাগ পুরান থানা রোডের ইয়াসিনের বাড়ির ভাড়াটিয়া। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সদর থানার মাইজদী গ্রামে। আমার স্বামী পাঁচ-ছয় বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটির লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাজারীবাগ থানাকে জানিয়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম