Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ২০তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০১:৩২ এএম

রাজধানীতে ২০তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন

রাজধানী ঢাকার শ্যামলী এলাকায় একটি ২০তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রূপায়ণ শেলটেক নামক ভবনে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। 

ভবনটির সাত তলায় আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। ১১টা ৩৫ এ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

এদিকে ভবন থেকে আরও একজনকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪ নারীসহ ১৭ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকটি ইউনিট বাড়ানো হয়। বর্তমানে ১৩টি ইউনিট আগু নেভানোর কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম