Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৬:৪৩ পিএম

রাজধানীতে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি

রাজধানীতে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই কালবৈশাখী ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। তবে এর পাঁচ মিনিট পর মৌসুমের সর্বোচ্চ কালবৈশাখী বয়ে যায় ঘণ্টায় ১০১ কিলোমিটার বেগে।একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান। 

সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এক থেকে দুই ঘণ্টা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি। 

তিনি বলেন- রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম