বেরাইদ গণপাঠাগারে পরিকল্পনা প্রতিমন্ত্রীর বই উপহার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ মে ২০২৩, ১০:৫৯ পিএম
ঢাকা উত্তর সিটির বেরাইদ গণপাঠাগারকে নিজের সম্পাদিত বই উপহার দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম।
শুক্রবার বিকাল পাঁচটায় প্রতিমন্ত্রীর পক্ষে গণপাঠাগার সভাপতি এমদাদ হোসেন ভূঁইয়ার কাছে বইগুলো হস্তান্তর করেন সাংবাদিক হামিদ-উজ-জামান। এ উপলক্ষ্যে গণপাঠাগারে আয়োজিত ‘উপহার গ্রহণ’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম রহমতুল্লাহ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি ৪২ নং ওয়ার্ড (বেরাইদ) কাউন্সিলর আইয়ুব আনছার মিন্টু। প্রতিমন্ত্রী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
গণপাঠাগার সভাপতির সঞ্চালনায় অনুষ্ঠানে পাঠক, শিক্ষাবিদ, সমাজসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রন্থসুহৃদ মনিরা খাতুন, আবদুর রহিম সৈকত, সাইদুর রহমান, মাহবুবুর রহমান, মো. মানিক মিয়া, আয়েশা আক্তার স্মৃতি ও লায়লা আরজুমান্দ বানু প্রমুখ।
প্রতিমন্ত্রীর উপহারের বই ‘শেখ হাসিনা সংগ্রামী জীবন’, ‘দেশ রূপান্তরের কারিগর শেখ হাসিনা’ ও ‘নয়া উন্নয়ন পরিকল্পনার একযুগ’ ছাড়াও রয়েছে স্মারকগ্রন্থ বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন, বাংলাদেশ ফিফটি ইয়ারস রিয়েলাইজেশন অফ ড্রি্মস থ্রু হিউম্যাইন অ্যান্ড প্যাট্রিওটিক লিডারশিপ প্রভৃতি।
অনুষ্ঠানে সাংবাদিক হামিদ-উজ-জামানকে বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি ও বেরাইদ গণপাঠাগারের ‘জীবন সদস্য’ করা হয়। এছাড়াও তার হাতে ‘গ্রন্থসুহৃদ’ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি।