Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ভাসানী অনুসারী পরিষদের শ্রমিক সমাবেশ ও র‌্যালি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মে ২০২৩, ১২:২৫ পিএম

রাজধানীতে ভাসানী অনুসারী পরিষদের শ্রমিক সমাবেশ ও র‌্যালি

মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ ও র‌্যালি করেছে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক ভাসানী অনুসারী পরিষদ। সোমবার রাজধানীর পল্টন এলাকায় এই র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুরানা পল্টন মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় পুরানা পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে মজলুম জননেতা মওলানা ভাসানীর চেতনায় দেশ গড়তে হবে। এজন্য শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ হতে হবে ভাসানী অনুসারী পরিষদের পতাকাতলে। 

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, রাজু আহমেদ খান, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, মুকিম খান, গাজীপুর মহানগরের সদস্য সচিব হাবিবুর রহমান, মুকিত আহমেদ, সোনিয়া আক্তার, শ্রমিক নেতা মিন্টু মিয়া, আনোয়ার হোসেন ও ভাসানী ছাত্র পরিষদের সমন্বয়ক আহমেদ শাকিল প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম