ডেমরায় বাসায় নারীর লাশ, ‘নির্যাতনে মৃত্যুর’ অভিযোগ
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৮:০৬ পিএম
রাজধানীর ডেমরায় একটি ভাড়া বাসা থেকে শাহনাজ পারভিন রুপা (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে রুপার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার বড় বোন পারভীন আক্তার। পরিবারের অভিযোগ, নির্যাতনের কারণে রুপার মৃত্যু হয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে ডেমরা সালামবাগ ডগায়ের মসজিদ এলাকায় রুপার বাবা শাহজাহান মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, কিছুদিন আগে রাস্তায় তাকে মারধর করা হয়েছিল বলেই চিকিৎসাধীন অবস্থায় রুপার মৃত্যু হয়েছে।
রুপার বড় বোন পারভিন আক্তার বলেন, আমার ছোট বোনের সঙ্গে তার স্বামীর যোগাযোগ না থাকার কারণে ১৬ বছরের মেয়েকে নিয়ে আমাদের বাবার বাসায় বসবাস করে আসছিল। কয়েক মাস যাবৎ ডগাইর এলাকার লামিয়া ক্যাবল নেটওয়ার্কের কর্মচারী ইয়াসিন, সাব্বির, সিয়াম আমার ছোট বোনকে ইভটিজিং করে আসছিল।
গত ১০ এপ্রিল রাত ৮টার দিকে ডগাইর ওয়ালটন মোড় এলাকা দিয়ে আসার সময় পুনরায় বিভিন্ন প্রকার খারাপ ভাষায় ইভটিজিং করার কারণে রুপা চিৎকার চেঁচামেচি করলে ওই কেবল নেটওয়ার্কের মালিকের ছেলে রুদ্র তার বাবা কালামকে নিয়ে আসে। কালাম তার ছেলে ও কর্মচারীদের ঢেকে নিয়ে আমার বোনকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে যায়।
পরে আহত অবস্থায় বোনকে ১১ এপ্রিল প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তার পরের দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়। বাসায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায় সে। পরে ডেমরা থানা পুলিশকে খবর দিলে রুপার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, আমরা ওই নারীর লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।