Logo
Logo
×

রাজধানী

আম পাড়তে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু: ৩ মেয়েসহ বাড়ির মালিক আটক

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১১:৩২ পিএম

আম পাড়তে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু: ৩ মেয়েসহ বাড়ির মালিক আটক

রাজধানীর ডেমরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিয়ান (৮) ও রায়হান (৩) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে ডেমরার বামৈল পশ্চিমপাড়া ব্যাংক কলোনির মৃত ইসমাইল মুহরির বাড়িতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

এ ঘটনায় খবর পেয়ে ওই বাড়ির মালিকের স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তার ৩ মেয়ে অ্যাডভোকেট নিপা আক্তার (৪০), জেরা (৩০) ও সারাকে (২০) আটক করে ডেমরা থানা পুলিশ।

এদিকে ওই বাড়ির মালিকের ২ ছেলে- দিপু ইসলাম (৪০) ও টিপু ইসলাম (৩৫) পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসি চাই বলে স্লোগান দিয়ে ওই বাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন।

মৃত দুই শিশুর মা এনি বেগম জানান, তিনি তারকাটার একটি কারখানায় কাজ করেন। তার স্বামী মারফত আলী পেশায় একজন ভ্যানচালক। তারা ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। বুধবার সকালে এনি বেগম তার দুই ছেলেকে নিয়ে কারখানায় কাজে যান। এ সময় খেলার ছলে আরিয়ান ও রায়হান ওই বাড়িতে আম পাড়তে গেলে তারা বিদ্যুতায়িত হয়। এ ঘটনা দেখতে পান প্রতিবেশী ইয়াছির আরাফাত নামে এক রাজমিস্ত্রি। তিনি ওই দুই শিশুকে গাছের নিচে ঝুলে থাকতে দেখে তাদের মাকে খবর দিলে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় ডাক্তার শিশুদের মৃত ঘোষণা করেন।
   
এ বিষয়ে ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ বলেন, আম ও বিভিন্ন ফল চুরি প্রতিরোধে গাছে বিদ্যুৎ স্থাপন করা খুবই ভয়াবহ একটি কাজ; যা মোটেও ওদের উচিত হয়নি। এই চরম অপরাধের কারণে দুটি কোমলমতি শিশু আজ মারা গেল। ওদের সঠিক বিচার হওয়া উচিত। 

এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিউিশন কোম্পানি লিমিটেডের ডেমরা শাখার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে ওই বাড়ির বিদ্যুতের সার্ভিস তার কেটে দেওয়া হয়েছে। তাদের লাইন অবৈধ কিনা তা যাচাই-বছাই করা হচ্ছে।  

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুর রহমান (পিপিএম) বলেন, গাছে বিদ্যুৎ দিয়ে দুটি শিশুকে হত্যার অভিযোগ অত্যন্ত অমানবিক ও পাষণ্ড কাজ। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা জরুরিভিত্তিতে গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম