ঢাকা কলেজ অ্যালামনাই এইচএসসি ৯৬: সুজাদ সভাপতি মোহব্বত সম্পাদক
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১০:৫৬ পিএম
ঢাকা কলেজ এইএসসি ৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার রাজধানীর এক হোটেলে ইফতার মাহফিল ও সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে কার্যনির্বাহী পরিষদের নতুন সভাপতি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট উপদেষ্টা সুজাদুর রহমানকে সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহব্বত হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিদায়ী সভাপতি খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান বুলবুলের সঞ্চালনায় সভায় সাইবার ট্রাইবুনালের বিচারক জুলফিকার হায়াত, বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক (নিউজ) খোরশেদ আলম আকাশ, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আসাদুজ্জামান সরকার ও পরিচালক কামাল হোসেন তালুকদার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আবদুর রউফ, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ও আমাদের কুঁড়ে ঘরের সভাপতি শাহিনুর রহমান টুটুল, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রায়হান আজাদ টিটু, আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন চৌধুরী খোকা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার জালালউদ্দিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি