Logo
Logo
×

রাজধানী

সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও জেসমিনের মৃত্যুর বিচার দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পিএম

সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও জেসমিনের মৃত্যুর বিচার দাবি

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের নামে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।এ ছাড়া নওগাঁতে র‌্যাব হেফাজতে নির্যাতনের শিকার হয়ে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৩টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে ‘প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর বিচার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে এক প্রতিবাদ সমাবেশে’ এ দাবি করে সংগঠনটি।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী, অর্থসম্পাদক ফারহানা মুনা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হকসহ নেতারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম