ফজরের নামাজ পড়তে বের হয়ে ট্রেনের ধাক্কায় লাশ এইচএসসি পরীক্ষার্থী
উত্তরা পূর্ব থানা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৯:১৫ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর উত্তরার আজমপুর রেলক্রসিয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহতের নাম আহম্মেদ সানি হানিফ। নিহতের পরনে ছিল কালো রংয়ের গেঞ্জি।
নিহত হানিফ উত্তরা আজমপুরের নবাব হাবিবুল্লাহ কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ জানিয়েছে, বর্তমানে দক্ষিণখান থানার পূর্ব মোল্লারটেক এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত হানিফ। ময়মনসিংহ জেলার পাগলা থানার বিরই গ্রামের আবুল বাশারের ছেলে হানিফ। তিন ভাইবোনের মধ্যে হানিফ ছিল সবার বড়।
রোববার দুপুরে বিমানবন্দর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আলী আকবর এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ভোর ৫টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা (বিমানবন্দর জিআরপি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
নিহত হানিফের বাবা আবুল বাশার বলেন, রোববার ভোরে আমার ছেলে হানিফ ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়। এরপর আজমপুর রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় এবং কাটা পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সানু মং মারমা বলেন, রোববার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আমরা এক তরুণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে কমলাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আলী আকবর।