প্রতিটি চিত্রকর্মের একটি নিজস্ব ভাষা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১০:২৯ পিএম
রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে চিত্রশিল্পী এবং এসএ টিভির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পারভীনের সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী।
সোমবার বিকালে একাডেমির ৫ নম্বর গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেন, শিল্পীর তুলি আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে দেশীয় সংস্কৃতি ও অগ্রযাত্রার গৌরব গাঁথা। প্রতিটি চিত্রকর্মের একটি নিজস্ব ভাষা রয়েছে। শিল্পী যখন তার তুলির আঁচড়ে সেটিকে সহজে বোধগম্য করে তুলতে পারেন, সেটিই একজন শিল্পীর সার্থকতা।
ফ্লুয়িড টেকনিকে যাপিত জীবনের সূক্ষ্ম বোধগুলো শিল্পী তার ক্যানভাসে ফুটিয়েছেন অসাধারণ মুন্সিয়ানায়। কালারস অব লাইফ শিরোনামে চলা এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পীর ১০০টি চিত্রকর্ম।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রীকে প্রদর্শনী ঘুরিয়ে দেখান চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন।
তিনি জানান, পরিবারের উৎসাহ এবং ছোট বেলা থেকে শিল্পের প্রতি অনুরাগই তাকে চিত্রশিল্পীতে হতে প্রেরণা জুগিয়েছে। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মের প্রকারভেদ এবং আগামীর প্রত্যাশাও জানান তিনি।
শিল্পকলা একাডেমির ৫ নম্বর গ্যালারিতে চলা এই প্রদর্শনীর পর্দা নামবে আগামী ২৬ মার্চ জানান আয়োজকরা।