সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১০:৩৯ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই ফারজানা আক্তার।
ফারজানা আক্তার বলেন, যাত্রাবাড়ী থানাধীন হাশেম রোড সংলগ্ন আল ফারুক ফিলিং (সিএনজি) স্টেশনের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘাতক গাড়িটি শনাক্ত করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।