Logo
Logo
×

রাজধানী

সাধারণ মানুষের ভিড়ে উদ্ধার কাজ বাধাগ্রস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১০:০৮ পিএম

সাধারণ মানুষের ভিড়ে উদ্ধার কাজ বাধাগ্রস্ত

উদ্ধার অভিযান শুরুর পর ঘটনাস্থলে ভিড় জমান হাজারও মানুষ। ছবি: যুগান্তর

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় বুধবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরুর পর ঘটনাস্থলে ভিড় জমান হাজারও মানুষ।

ক্ষতিগ্রস্ত ভবনের সামনের সড়ক ক্রাইমসিন জোন হিসেবে ফিতা দিয়ে ঘিরে দেওয়া হয়। ভবনের দোকান মালিক শ্রমিক কর্তৃপক্ষ ও পথচারীরা ভিড় জমান উদ্ধার অভিযান ঘিরে।

আইনশৃঙ্খলা বাহিনী বারবার তাদের সরিয়ে দিচ্ছে তবুও বারবার এসে উদ্ধার কাজ দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বলেন, সাধারণ মানুষের ভিড়ে উদ্ধার কাজ অনেক ব্যাহত হচ্ছে। এদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। 

একটি ভবন ছয়তলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে ছয়তলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম