Logo
Logo
×

রাজধানী

উৎসুক জনতার ভিড়ে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৭:২১ পিএম

উৎসুক জনতার ভিড়ে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে ১১জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শতাধিক।

সরেজমিন দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র‍্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করছে। তবে উৎসুক জনতার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান। হাজার হাজার মানুষ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তাদের কারণে সংশ্লিষ্ট সংস্থাগুলো ঠিকভাবে কাজ করতে পারছেন।

বিস্ফোরণস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। তবে এসব অ্যাম্বুলেন্স হতাহতদের নিয়ে বের হতে বেগ পোহাতে হচ্ছে উৎসুক জনতার ভিড়ের কারণে।

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট সেখানে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিন মনি শর্মা বলেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে। পরে আপনাদের বিস্তারিত জানাতে পারব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে ১১ লাশ নেওয়া হয়েছে। আহত হয়ে আরও শতাধিক হাসপাতালে এসেছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম