Logo
Logo
×

রাজধানী

শিরিন ভবনে ‘ঝুঁকিপূর্ণ’ সাইনবোর্ড, রাস্তায় এখনও রক্তের ছোপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৮:৪৭ পিএম

শিরিন ভবনে ‘ঝুঁকিপূর্ণ’ সাইনবোর্ড, রাস্তায় এখনও রক্তের ছোপ

রাজধানী ঢাকার মিরপুর রোডে সুকন্যা টাওয়ারের কাছে বিকট বিস্ফোরণে আংশিক ধসে পড়া শিরিন ভবনে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে বিস্ফোরণের ২৪ ঘণ্টা পরও ভবনটির সামনের রাস্তায় রয়ে গেছে রক্তের ছাপ।

সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের আশপাশে ব্যারিকেডে দিয়ে রাখা হয়েছে। যেখানে রক্তের ছাপ দেখা রয়েছে, সেখানে রোববার বিস্ফোরণের পর মানুষ উপুড় হয়ে পড়ে ছিল জানান স্থানীয়রা।

ভয়াবহ ওই বিস্ফোরণে শিরিন ভবনের দেয়াল ধসে রাস্তায় পড়লে তিনজনের মৃত্যু হয়, আহত হন প্রায় অর্ধশত মানুষ। বিস্ফোরণের ধাক্কায় আধা কিলোমিটার দূরের ভবনও কেঁপে ওঠে।

আহতদের মধ্যে আটজনকে রোববার নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

এখন যে চারজন সেখানে ভর্তি আছেন, তাদের সবারই মাথাসহ শরীরের নানা জায়গায় আঘাত বা ক্ষত রয়েছে বলে জানান জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন।

তিনি বলেন, যে চারজন ভর্তি আছেন তাদের দুজনের অবস্থা ঝুঁকিপূর্ণ। একজন আইসিইউতে আছেন। একজনকে রাখা হয়েছে এইচডিইউতে।

এছাড়া ধানমণ্ডির পপুলার হাসপাতালে ভর্তি থাকা দুজনের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানান হাসপাতালের ব্যবস্থাপক (কাস্টমার সার্ভিস) আবুল খায়ের। তিনি বলেন, আমাদের এখানে ভর্তি দুজনের একজনের হাত কেটে গেছে। আরেক জনের কোমরের হাড়ে চিড় ধরেছে, মাথা ফেটে গেছে। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়।

কিভাবে সেখানে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটল, সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সেখানে বিস্ফোরক সামগ্রীর কোনো আলামত না মেলায় বিষয়টি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম