Logo
Logo
×

রাজধানী

সিজেডএম কিডনি ডায়ালাইসিস সেন্টারকে অনুদান দিল হোপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৮ পিএম

সিজেডএম কিডনি ডায়ালাইসিস সেন্টারকে অনুদান দিল হোপ

মানবিক কার্যক্রমের অংশ হিসাবে সিজেডএম কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন সেন্টারকে অনুদান দিয়েছে ‘হোপ সাদাকা ফান্ড’। গতকাল হেল্পিং অপসোনিটিজ ফর পিপলস এনডেভার (হোপ) এই অনুদানের চেক হস্তান্তর করেছে।

সম্প্রতি সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে কেরানীগঞ্জের শ্যামল বাংলা রিসোর্টে সিজেডএম কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন সেন্টার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিজেডএম’র অন্যতম উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তার হাতে অনুদানের চেক তুলে দেন হোপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কাউসার আলম ভূঁইয়া। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেডএম’র সিইও সাবেক সচিব ড. মিয়া মুহাম্মদ আইয়ুব, সাবেক সচিব এমএম নাসির উদ্দিন, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, সিইও শেখ আজিজ উদ্দিন, সিজেডএম’র চেয়ারম্যান নিয়াজ রহিম, সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. তৌহিদ হোসাইন, হোপের পরিচালক মাহমুদুল হক রোমান, আসাদ মাহমুদ প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম