ভূমি অফিসে ঢাকা জেলা প্রশাসনের অভিযান, ৩ দালাল হাতেনাতে আটক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৮ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর গুলশানে রাজস্ব সার্কেলের অন্তর্গত ডুমনি ভূমি অফিসে অভিযান চালিয়ে ৩ জন দালালকে হাতেনাতে আটক করা হয়েছে।
ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক।
আটকরা হলেন- আবদুল বারেকের ছেলে মো. তাইপ (২৫), রাহেল উদ্দীনের ছেলে মো. মাসুদ (২৭) ও হারুন শিকদার ছেলে মো. রফিক (২৪)।
ঢাকা জেলার জেলা প্রশাসন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের প্রত্যেককে সরকারি কাজে বাধা প্রদানের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গুলশান রাজস্ব সার্কেল) ইশতিয়াক আহমেদ।
আটক দালালদের কারণে একদিকে যেমন সেবাগ্রহীতারা হয়রানির শিকার হচ্ছেন, একই সঙ্গে সরকারি সেবা প্রদানে বাধা সৃষ্টি হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিতকল্পে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।