Logo
Logo
×

রাজধানী

'সোনার বাংলা বিনির্মাণে নৈতিক ও দক্ষ নাগরিক গড়ে তুলতে হবে'

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৪ পিএম

'সোনার বাংলা বিনির্মাণে নৈতিক ও দক্ষ নাগরিক গড়ে তুলতে হবে'

পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণের জন্য দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিলেন তা পূরণ করতে হলে নৈতিক ও জাগতিক উভয় শিক্ষায় জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।  

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর উত্তরায় মাহারাত মডেল মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান বলেন, মাহারাত মডেল মাদ্রাসা এমন একদল দক্ষ মানুষ উপহার দেবে যারা একদিকে দেশপ্রেমিক হবে, অন্যদিকে নৈতিকতার মানে উন্নীত হয়ে দেশ ও ইসলামের সেবা করবে। যাদের মাধ্যমে দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. মো. নূরুল্লাহ আল-মাদানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহীনুর মিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের  কার্যনির্বাহী সভাপতি প্রফেসর ড. তাহের আহমদ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহারাত মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিব্বুল্লাহ আযাদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম