Logo
Logo
×

রাজধানী

মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৭:২০ পিএম

মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। দুর্ঘটনার সময় তার পরনে ছিল নেভি ব্ল–থ্রি কোয়ার্টার ট্রাউজার ও কালো রঙের টি-শার্ট। 

ঢাকা রেলওয়ে থানার এএসআই সানু মং যুগান্তরকে বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকজনের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আসছিল। ট্রেন আসছে ট্রেন আসছে বলে অনেকেই তাকে ডাকাডাকি করলেও তিনি ফোনেই মগ্ন ছিলেন। এরপর সেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ওই যুবক। 

তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। তার মোবাইল ফোনটি পাওয়া গেছে এবং সেটি ভেঙে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম