Logo
Logo
×

ক্যাম্পাস

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের খেজুর খাইয়ে আপ্যায়ন জবি শিবিরের

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের খেজুর খাইয়ে আপ্যায়ন জবি শিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের খেজুর খাইয়ে আপ্যায়ন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীদের এই আপ্যায়ন করানো হয়।

জবি শাখা ছাত্রশিবিরের একাধিক নেতাকর্মীরা জানান, তারা মোট ২০০ কেজি খেজুরের ব্যবস্থা করেছেন। বিশ্ববিদ্যালয়ের তিনটি ফটক ও বাহাদুর শাহ পার্কে বসানো মোট ৪টি বুথ থেকে এই খেজুর বিতরণ করা হয়। 

এ বিষয়ে বুথের দায়িত্বে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ বলেন, অনেকের গ্যাস্টিকের সমস্যা থাকে। তাই তেল জাতীয় খাবার স্বাস্থ্যসম্মত না। অনেকে সকালে না খেয়ে পরীক্ষা দিতে আসেন। এক্ষেত্রে ৩-৪টা খেজুর খেলে শরীরে মোটামোটি শক্তি আসে। এছাড়াও বাহাদুর শাহ পার্কে অভিভাবকদের জন্য সামিয়ানার (ছাউনি) ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের মোবাইল ও ব্যাগ জমা রাখা হচ্ছে। 

এ বিষয়ে আব্দুল হালিম নামে এক অভিভাবক বলেন, ছাত্রশিবিরের এই মহৎ উদ্যোগ ও ব্যতিক্রমী আয়োজন দেখে আমি অভিভূত। তারা সুন্নতি খাবার খেজুর বিতরণ করছে। শিক্ষার্থীদের ডিভাইসগুলো জমা রাখছে, হলের আসন খুজে দিচ্ছে। এটাই মানবতা, এটাই মানুষের ধর্ম। 

উল্লেখ্য, আজ (২৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে সাড়ে দশটায় শেষ হয়। দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হয়ে ৪টা ৪৫ মিনিটে শেষ হয়। ‘সি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে মোট আবেদন করেছিলেন ২০ হাজার ১১২ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন ৩৯ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম