উপাচার্যের বিরুদ্ধে গুজব ছড়ানোয় প্রতিবাদ ঢাবি প্রশাসনের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম
ঢাবি উপাচার্যের বক্তব্য বানিয়ে যমুনা টেলিভিশনের ভুয়া ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়ানোয় প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যমুনা টেলিভিশনের একটি ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ‘ছাত্রদের কাছে দুঃখ প্রকাশের কিছু নেই, তারা বেয়াদব- ঢাবি উপাচার্য’ শীর্ষক অপপ্রচারের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের অপপ্রচার ও গুজবের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
প্রকৃতপক্ষে, উপাচার্য বক্তব্যের কোনো পর্যায়ে এ ধরনের উক্তি করেননি। এ ধরনের গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য ছাত্রসমাজসহ সব অংশীজনের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।