Logo
Logo
×

ক্যাম্পাস

শ্রেণিকক্ষ ফিরে পেতে আমরণ অনশনে ইবির চারুকলার শিক্ষার্থীরা

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

শ্রেণিকক্ষ ফিরে পেতে আমরণ অনশনে ইবির চারুকলার শিক্ষার্থীরা

নিজেদের বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ফিরে পেতে আমরণ অনশন শুরু করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। 

সোমবার বিকাল সাড়ে ৩টায় প্রশাসন ভবনের সামনে অনশন শুরু করেন তারা। এ সময় লিখিতভাবে এবং তাদের বরাদ্দকৃত জায়গা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চারুকলার শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টা থেকে তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। তাদের দাবি, রবীন্দ্র-নজরুল কলাভবন থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও তাদের বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ দিতে হবে।

শিক্ষার্থীরা বলেন, আমরা শ্রেণিকক্ষ বরাদ্দ পেয়েও ব্যবহার করতে পারছি না। কক্ষগুলো ফোকলোর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ দখল করে আছে। এদিকে আমাদের ক্লাস পরীক্ষা পরিচালনা করার কোনো জায়গা নেই। আমরা আমাদের নতুন সভাপতিকে বসতে দেওয়ারও জায়গা পাইনি।

আমরা প্রসাশনের দারস্ত হয়েও কোনো সমাধান পাইনি। আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কোনো ফল পাইনি। তাই আমরা বাধ্য ও নিরুপায় হয়ে আমরণ অনশনে নেমেছি। আমাদের দাবির বিষয়ে প্রশাসন লিখিত কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, উপাচার্য ক্যাম্পাসের বাইরে আছেন। তিনি ক্যাম্পাসে ফিরলে মঙ্গলবার বিষয়টি নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি দুপুরেই আন্দোলনকারীদের বিষয়টি জানিয়েছি। আমরা একটা সমাধানের দিকেই যাচ্ছি।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে নিজেদের বরাদ্দকৃত কক্ষ ফিরে পেতে আন্দোলন শুরু করেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একই স্থানে দখলদার আখ্যা দেওয়ার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। 

দুপুর দেড়টায় তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের সাক্ষাৎ হলে তিনি প্রত্যেকটি বিভাগের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম