সাত দফা দাবিতে সিকৃবির প্রশাসনিক ভবনে তালা
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষকদের পক্ষ থেকে কয়েকবার তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি।
রোববার সকাল থেকে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এরপর বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকার পরও একটি ছাত্র সংগঠনের ব্যানার ক্যাম্পাসে লাগানো হয়। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেননি তারা।
পরে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। ২৪ অক্টোবর সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এছাড়া প্রশাসন বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থীদের আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ও রাষ্ট্রদ্রোহী হিসাবে আখ্যা দিয়েছে, যা অপমানজনক। প্রক্টর ও রেজিস্ট্রার অবিলম্বে ক্ষমা চেয়ে পদত্যাগ না করা পর্যন্ত সব একাডেমি কার্যক্রম বর্জন করবেন বলে জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান সুলতানা আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। সমস্যা সমাধানে শিক্ষার্থীদের প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে কথা বলবে। আশা করি, দ্রুত সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে দেওয়া বিবৃতি ভুল করে দেওয়া হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে।
এর আগে ২৪ অক্টোবর নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের টানানো দুটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কিছু বহিরাগত এতে যোগ দেয় বলে অভিযোগ আছে। এতে প্রক্টরসহ মোট ১০ জন আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।