Logo
Logo
×

ক্যাম্পাস

সরকারকে তিন দিনের আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের

Icon

ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:১৬ পিএম

সরকারকে তিন দিনের আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের

রাজধানীর সরকারি সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  

শনিবার (২৬ অক্টোবর) বিকালে ঢাকা কলেজের খুররম অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই আলটিমেটামের পাশাপাশি নিজ নিজ কলেজ ক্যাম্পাসে তিন দিনের কর্মসূচি দিয়েছেন তারা।

কর্মসূচিগুলো হলো- রোববার নিজ নিজ ক্যাম্পাসে গ্রাফিতি অংকন, সোমবার সব কলেজে প্রত্যেক বিভাগে গণসংযোগ কর্মসূচি এবং মঙ্গলবার বিকাল তিনটায় সমাবেশ।

বেশ কিছুদিন ধরে সাত কলেজ সংস্কার আন্দোলনের ব্যানারে অধিভুক্তি বাতিল ও আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।  

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম