Logo
Logo
×

ক্যাম্পাস

হত্যা মামলায় আসামি শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পিএম

হত্যা মামলায় আসামি শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলামকে হত্যা মামলায় আসামি করে হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী।

শতাধিক শিক্ষার্থী শুক্রবার বেলা ৩টায় শিক্ষকের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘ষড়যন্ত্রকারীর অভিযোগ মানি না মানব না, মিথ্যা অভিযোগ মানি না মানব না’, ‘ষড়যন্ত্রকারীর কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দেন।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলনে শেরেবাংলা নগরের ফুলমার্কেট অঞ্চলে হাফিজুর রহমান সুমন (৪২) সন্ত্রাসীদের হমলায় জখম হয়ে মৃত্যুবরণ করেন।এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নম্বর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ২ নম্বর আসামি করে ১০০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করেন হাফিজুরের স্ত্রী বিথি আক্তার।মামলায় ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকা শেকৃবির সহযোগী অধ্যাপক কামরুল হাসানের নাম তালিকার ৭১ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়।

এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, যে হত্যা মামলায় আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। এমনকি সেই লোককে আমি চিনতামও না। আমি মামলার বাদীপক্ষের সঙ্গে দেখা করেছি।তারাও জানেন না আমার নাম কিভাবে আসল। বিশ্ববিদ্যালয়ের কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে আমার নাম দিয়েছে। প্রক্টর স্যারকে ইতোমধ্যে বিষয়টি জানিয়েছি। ক্যাম্পাসের কে বা কারা আমার নাম দিয়েছে সেটি খোঁজে বের করবেন বলে আশ্বস্ত করেছেন।

শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের পতন ঘটেছে, সেই আন্দোলনে যখন ছাত্রদের ওপর নির্যাতন করা হচ্ছিল তখন শুরুর দিকে শেকৃবির খুব কম সংখ্যক শিক্ষক এগিয়ে আসেন। সেই সময় শহিদ আবু সাইদের পোস্ট শেয়ার দিয়ে শেকৃবির শিক্ষকদের মধ্যে প্রথম দিকে যিনি প্রতিবাদ জানিয়েছিলেন তিনি হচ্ছেন কামরুল স্যার। শিক্ষার্থীদের বিরুদ্ধে যেকোনো অন্যায়-অবিচার হলে কামরুল স্যার সবার আগে ছাত্রদের পাশে দাঁড়ান। আমরা এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি এবং কোনো অপশক্তি যদি আবারও স্যারের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের কালো হাত ভেঙে দিতে আমরা প্রস্তুত আছি।’

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল এ বিষয়ে বলেন, আসলে এই মামলাটি এখনও এজাহারভুক্ত হয়নি।যদিও বাদী অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে এখন আরেকটু সময় নিচ্ছেন। যেহেতু এজাহারভুক্ত নয়, তাই এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আমরা এই বিষয়ে অবগত এবং অভিযোগ আসলে পুনর্বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম