Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ইবির দুই ছাত্রলীগ নেতা

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পিএম

ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ইবির দুই ছাত্রলীগ নেতা

বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতা। বুধবার দুপুর ২টার দিকে পরীক্ষা শেষে বের হলে রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা।

পরে শিক্ষকদের হস্তক্ষেপে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তারা হলেন- আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইবি শাখা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আল আমিন সুইট এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহিন পাশা।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে এসে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পঞ্চম পরীক্ষায় অংশ নেন তারা। পরে বিষয়টি জানতে পেরে দুপুর ২টার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধিতা করায় ওই দুই ছাত্রলীগ নেতাকে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

পরে পরিস্থিতি উত্তপ্ত হলে বিভাগের শিক্ষক, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যস্থতায় তাদেরকে ইবি থানা পুলিশে সোপর্দ করা হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, তারা ক্যাম্পাসে থাকাকালীন ছাত্রলীগের প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের বিভিন্নভাবে র‌্যাগিং ও নির্যাতন করত। আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের হুমকি-ধমকি দিয়েছে। ছাত্র আন্দোলনে প্রকাশ্য বিরোধিতা করে সরব ছিল। আন্দোলনের সময় তার সহপাঠীরা তাকে বয়কটের ঘোষণা দেয়। 

তোপের মুখে পড়া ওই ছাত্রলীগ নেতারা বলেন, আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় আমরা ক্যাম্পাসে এসেছিলাম। পরীক্ষার শুরুতেই আমরা আমাদের বন্ধুদের কাছে পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। তবে বিভাগের শিক্ষকদের অবগত না করে ক্যাম্পাসে আসা আমাদের ভুল হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত হয়েছি। যাতে তাদের ওপর মব জাস্টিস না হয় সেটাকে গুরুত্ব দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে মিলে আমরা তাদের নিরাপদে থানায় সোপর্দ করেছি।

ইবি থানার অফিসার ইনচার্জ মামুন রহমান বলেন, ইবি ছাত্রলীগের দুই নেতা পরীক্ষা দিতে এলে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়লে শিক্ষকরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম