ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবে জাবি প্রশাসন
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
কোটা সংস্কার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের চিকিৎসা সহয়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. বি. এম. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তার জন্য আবেদন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এই বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী এখনও তাদের চিকিৎসা সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারেননি সেই সকল শিক্ষার্থীকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিকিৎসা সহায়তা প্রাপ্তির উদ্দেশ্যে চিকিৎসা সেবা গ্রহণের সকল কাগজপত্রসহ আবেদন করার জন্য বলা হলো।
উল্লেখ্য, গত জুলাই মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের জের ধরে দেশব্যাপী যে ভয়াবহ সংঘাতের সৃষ্টি হয় এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।