Logo
Logo
×

ক্যাম্পাস

শাবিপ্রবি-নোবিপ্রবিতে ইফতার বন্ধের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের মিছিল, প্রশাসনের বাধা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৭:১৯ পিএম

শাবিপ্রবি-নোবিপ্রবিতে ইফতার বন্ধের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের মিছিল, প্রশাসনের বাধা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার বন্ধ করার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বাধা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার দুপুর দুইটায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শহিদ মিনার প্রাঙ্গনে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টি নিষিদ্ধের প্রতিবাদে মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে ভাস্কর্য চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধা দেয়। এ সময় প্রক্টরের নেতৃত্বে অন্যান্য সহকারী প্রক্টররা ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্যমতে, ক্যাম্পাসে ইফতার পার্টি যেহেতু শাবিপ্রবি ও নোবিপ্রবি করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো ধরনের ইফতার পার্টিতে বাধা দেওয়া হয়নি। তাই এটাকে ঘিরে আমাদের ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মানে হয় না। আর যেহেতু ক্লাস চলে তাই আমাদের ছোট ক্যাম্পাসে ক্লাস চলাকালীন এ ধরনের কোনো মিছিল করতে দেওয়া ঠিক হবে না।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ইফতারের মতো একটি প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর এভাবে আঘাত করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ক্যাম্পাসে কেন ইফতার বন্ধ করেছে এটার প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। তাই আজ (মঙ্গলবার) দুপুরে আমরা ইফতার পার্টি বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা শুরু করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে মিছিল করতে আপত্তি জানায়। তারা যে কারণ দেখিয়ে আমাদের মিছিল ও মানববন্ধন করতে বাধা দিয়েছেন- তা কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, কিছু শিক্ষার্থী দুই ক্যাম্পাসে ইফতার পার্টি নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করতে চেয়েছিল। আমি তাদেরকে ক্যাম্পাসের বাইরে গিয়ে মানববন্ধন করতে বলেছি। আমাদের যেহেতু ছোট ক্যাম্পাস, তাই ক্লাস-পরীক্ষায় সমস্যা সৃষ্টি হতে পারে। আর বাইরের ক্যাম্পাসের একটা ধর্মীয় ইস্যুকে এখানে টেনে আনা ভালো হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম